ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়লার গাড়ির ধাক্কায় নিহতের ঘটনায় চালক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
ময়লার গাড়ির ধাক্কায় নিহতের ঘটনায় চালক আটক আটক মোরশেদ

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার ওয়ারী এলাকায় দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার নামে একজন নিহতের ঘটনায় গাড়িচালক মোরশেদকে (২৮) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় তাকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আটক করা হয়।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এনায়েত কবির সোয়েব জানান, বৃহস্পতিবার সকালে ওয়ারী থানাধীন রাজধানী সুপার মার্কেটের সামনে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার নামে একজন মারা যান। ঘটনার পর মোরশেদ ময়লার গাড়ি নিয়ে পালিয়ে যান।

বিষয়টি র‌্যাবের নজরে আসার পর চালকে আটকের জন্য গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়। মোরশেদ যাত্রাবাড়ী এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়।

তিনি বলেন, আটক মোরশেদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বৃহস্পতিবার সকালে ওয়ারী থানার রাজধানী সুপার মার্কেটের সামনে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নিহত হন। ব্যবসার কাজে তিনি রিকশা করে যাচ্ছিলেন। তার বাসা গেণ্ডারিয়া এলাকায়।

পুলিশ জানায়, রাজধানী সুপার মার্কেটের সামনের রাস্তায় মৃত অবস্থায় পরে ছিল ওই ব্যক্তি। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

ব্যবসার কাজে নিহত ফেনীতে যাওয়ার কথা ছিল স্বপনের। সকালে বাসা থেকে রিকশা করে কমলাপুর টিটিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে দ্রুতগতির একটি ময়লার গাড়ির চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরও পড়ুন>>

ফের ময়লার গাড়ির ধাক্কায় ব্যবসায়ী নিহত

বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
পিএম/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।