ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে মাদ্রাসা-দোকানে আগুন, ক্ষতি আড়াই কোটির 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
মাদারীপুরে মাদ্রাসা-দোকানে আগুন, ক্ষতি আড়াই কোটির 

মাদারীপুর: মাদারীপুরে ৫ টি দোকান আগুনে পুড়ে গেছে। এই ঘটনায় কমপক্ষে আড়াই কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

বৃহস্পতিবার(২৩ ডিসেম্বর) রাত ৯ টার দিকে শহরের পুরান বাজারের লেপ-তোষক পট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  
এ সময় খোকন ফকির, মহিদ খলিফা ও ছত্তর আকনের মালিকানাধীন লেপ তোষকের দোকান, আশরাফ মিয়ার মাইক ও ব্যাটারির দোকান  এবং সেরজন হাওলাদার নামে এক ব্যক্তির সেনেটারির দোকানসহ পাশের মুক্তনগর মাদ্রসার  দুটি রুম পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পুরান বাজার এলাকায় আশরাফ মিয়ার মালিকানাধীন  সুমন মাইক সার্ভিস নামক একটি দোকানে শর্ট সার্কিট হতে আগুনের সুত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে।  

খবর পেয়ে  মাদারীপুর ও শরিয়তপুরের  ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং রাত ১১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এ সময় আশপাশের বেশ কয়েকটি দোকানের মালামাল নিরাপদ স্থানে সরাতে গিয়েও বেশ ক্ষয়ক্ষতি হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোফাজ্জেল হোসেন জানান,'অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ২ টি ইউনিট এখানে চলে আসি। পরে বেশি আগুন দেখে আমরা শরিয়তপুর ও রাজৈর ফায়ার সার্ভিসকে খবর দেই। রাত ১১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। '

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, রাত ১১ টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এখনো পুরোপুরি ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে জানা যায়নি।  

 বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।