ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত তরুণকে বাঁচানো গেল না

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত তরুণকে বাঁচানো গেল না

ঢাকা: রাজধানীর আসাদগেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত তরুণ আব্দুর রব (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

শেরেবাংলানগর থানার উপপরিদর্শক (এসআই) ইমরানুল হাসান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আসাদগেট ফুটওভার ব্রিজের পাশে বন্ধু রুবেলকে নিয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন রব। তখন কয়েকজন ছিনতাইকারী রবের টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাদের থামাতে গেলে বন্ধু রুবেলও ছুরিকাঘাতে আহত হয়।

খবর পেয়ে আহত রবকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়েছে।

এসআই ইমরানুল হাসান জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতকদের আটকের চেষ্টা চলছে।

এদিকে নিহতের স্বজনরা জানায়, ভোলার বোরহানউদ্দিন উপজেলার জাকির হোসেনের ছেলে রব। তিনি সাভারের বিশমাইল এলাকায় থাকতেন। সেখানে ব্রাদার বাসের চালকের সহযোগী হিসেবে কাজ করতেন।

বৃহস্পতিবার সাভার থেকে মোহাম্মদপুরে বড় ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিলেন তিনি। পরে কেনাকাটা করে বন্ধুকে নিয়ে আবার সাভার ফিরছিলেন। তখনই ছিনতাইকারীর ছুরিকাঘাতের ঘটনা ঘটে। তার কাছ থেকে তিন হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।