খুলনা: দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে খুলনার কয়রা উপজেলায় ৬০০ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
খুলনায় কম্বল বিতরণের দ্বিতীয় দিন শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুর ও বিকেলে উপকূলীয় কয়রার গাতিরঘেরী, হরিহরপুর বা আংটিহারায় দৈনিক কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম কোম্পানী, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছের আলী মোড়ল, প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম খান, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠের খুলনা ব্যুরোপ্রধান গৌরাঙ্গ নন্দী, নিজস্ব প্রতিবেদক কৌশিক দে, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য রাফি, জীবন, জেবিন, কালের কণ্ঠ শুভসংঘ খুলনা জেলা শাখার সভাপতি বিপুল কান্তি চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ খান, সহ-সভাপতি দয়াল কৃষ্ণ সানা, কাজী মাহবুব রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজীব সরকার রাহুল, সাহিত্য বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস প্রমুখ।
নিত্য জোয়ার ভাটা আর নদী ভাঙনের সঙ্গে লড়াই করা মানুষগুলো বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে ভীষণ খুশি।
কম্বল পেয়ে আনন্দে কেউ কেউ বলেন, আপনারা এখানে আসবেন সেটা স্বপ্নেও ভাবিনি। বসুন্ধরা গ্রুপের জন্য অনেক অনেক দোয়া রইলো।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪,২০২১
এমআরএম/কেএআর