ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টেন্ডারবাজি: প্রকৌশলীকে যুবলীগ নেতার হুমকি!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
টেন্ডারবাজি: প্রকৌশলীকে যুবলীগ নেতার হুমকি!

সিলেট: টেন্ডারবাজি নিয়ে সিলেটে বিদ্যুৎ প্রকৌশলীকে হুমকি দিলেন যুবলীগ নেতা। হুমকিদাতা শামিম আহমদ মহানগর যুবলীগের সদস্য বলে জানা গেছে।

এ ঘটনায় সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগ-পিডিবি-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (নম্বর-২১৯৩) করেছেন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, যুবলীগ নেতা শামিম আহমদ বার্ষিক ক্রয়সংক্রান্ত দরপত্রের গোপন নথি নিতে চেষ্টা করেন। নথি দিতে অপারাগতা প্রকাশ করায় উপস্থিত দুই ছাত্রলীগ নেতার সামনে তিনি প্রকৌশলী শামছ-ই-আরেফিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। তাকে থামাতে চেষ্টা করলে ছবি তুলে দেখে নেওয়ার হুমকি দেন।

প্রকৌশলী শামছ-ই-আরেফিন বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টায় সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক যথাক্রমে রাহেল সিরাজ ও নাঈম তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান। এর ১০ মিনিট পর কক্ষে প্রবেশ করেন মহানগর যুবলীগ নেতা শামিম আহমদ। ছাত্রলীগ নেতারাও যুবলীগ নেতা হিসেবে তাকে পরিচয় করিয়ে দেন। এরপর ওই যুবলীগ নেতা এপিপি ফাইল চেয়ে বসেন। এটা না দেওয়ায় অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তাকে ভালো ব্যবহার করতে বললে, তিনি বলেন-‘তোমার সঙ্গে আত্মীয়তা করতে আসিনি। ভাল ব্যবহার করবো? বাইরে বেরোলে তোকে দেখে নেবো। ’ এমন সময় মোবাইল ফোনে ছবি তুলেও নেন তিনি। অবশ্য এ সময় দুই ছাত্রলীগ নেতা প্রতিবাদ করায় ওই যুবলীগ নেতা দফতর থেকে বেরিয়ে যান।  

এ ঘটনায় শঙ্কিত হয়ে ওইদিন রাতে এসএমপির কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন প্রকৌশলী শামছ-ই-আরেফিন।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, যুবলীগ নেতা পরিচয়ে প্রকৌশলীকে হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এনইউ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।