ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লঞ্চে আগুন: সংশ্লিষ্টদের বিরুদ্ধে হত্যা মামলা করার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
লঞ্চে আগুন: সংশ্লিষ্টদের বিরুদ্ধে হত্যা মামলা করার দাবি লঞ্চে আগুন: সংশ্লিষ্টদের বিরুদ্ধে হত্যা মামলা করার দাবি

ঢাকা: লক্কড়-ঝক্কড় ঝুঁকিপূর্ণ লঞ্চকে সার্ভে সনদ ও রুট পারমিট দেওয়ার কারণে এবং হতাহতের দায়ে বিআইডাব্লিউটিএ ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যা মামলা করার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

শুক্রবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

এছাড়া ঢাকা থেকে তিন শতাধিক যাত্রী নিয়ে বরগুনা যাওয়ার পথে এমভি অভিযান-১০ লঞ্চে আগুনে দগ্ধ যাত্রীদের সঠিক চিকিৎসার দাবিও জানান তিনি।

মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, বাসের মতো লঞ্চেও মনিটরিং ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ইঞ্জিন, বডি নিয়ে অসংখ্য লঞ্চ চলছে এবং যাত্রীদের জীবন নিয়ে খেলছে। বছর বছর লঞ্চের ভাড়া বাড়ানো হলেও যাত্রী সেবা ও যাত্রীদের নিরাপত্তা এখনো সেকেলে রয়ে গেছে। এতে করে নৌ-পথের যাত্রীরা প্রতিনিয়ত জীবন হাতে নিয়ে এসব লঞ্চে যাতায়াত করছেন।

তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির মাধ্যমে নৌ নিরাপত্তায় দৃষ্টান্ত স্থাপনের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।

এছাড়া দগ্ধ ও আহত যাত্রীদের রাষ্ট্রীয় খরচে চিকিৎসা নিশ্চিত করা, নিহত প্রত্যেক যাত্রীর পরিবারকে যাত্রী সাধারণের অর্থে গঠিত নৌ-দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান মোজাম্মেল হক চৌধুরী।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এইচএমএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।