ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘ‌র্ষে আগুন, চালকসহ দগ্ধ ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
টাঙ্গাইলে দুই ট্রাকের  সংঘ‌র্ষে আগুন, চালকসহ দগ্ধ ২ দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর ধোঁয়ার কুণ্ডলী

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  আগুন লেগে চালকসহ দুইজন দগ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

খবর পেয়ে ফায়ার সা‌র্ভিসের সদস‌্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে ও আহত‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পা‌ঠি‌য়ে‌ছে।

শনিবার (২৫ ডি‌সেম্বর ) সকাল ১০টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কা‌লিহাতী উপ‌জেলার সল্লা এলাকার ১৩ নম্বর ব্রিজের কা‌ছে এই দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

আহতরা হ‌লেন- পঞ্চগড় জেলার বানগুর এলাকার শ‌হিদুল ইসলা‌মের ছে‌লে আপন (৪০), একই জেলার ফুলতলার বা‌সিন্দা বাবু। এছাড়া অজ্ঞাত  একজনও এ ঘটনায় আহত হয়েছেন। তাদের ম‌ধ্যে বাবুর শরী‌রের বেশিরভাগ অংশ পু‌ড়ে গে‌ছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বাংলানিউজকে জানান, সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই ট্রাক ও উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকামুখী ভুট্টা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক‌টি ট্রাকের ইঞ্জিনে আগুন ধরে যায়।

তিনি জানান, এ সময় দুই ট্রাকে থাকা সবাই দ্রুত নেমে যেতে পারলেও  আটকা পড়েন  সিমেন্ট বোঝাই ট্রাকের চালক। ফলে আগু‌নে তার শরীর পু‌ড়ে যায়। প‌রে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। আর আহত‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মহাসড়‌কে দীর্ঘ যানজ‌টের সৃ‌ষ্টি হয়।   প‌রে দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি সরিয়ে নিলে মহাসড়‌কে যান চলাচল স্বাভাবিক হয়।

টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লের জরুরি বিভা‌গের মে‌ডি‌ক্যাল অফিসার ডা. রা‌জিব পাল চৌধুরী ব‌লেন, আহত তিনজ‌নের ম‌ধ্যে একজ‌নের অবস্থা খুবই গুরুতর। তার শরী‌রের বেশিরভাগ অংশ পু‌ড়ে গে‌ছে। এছাড়া মাথায় জখম ও হাড় ভে‌ঙে গে‌ছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।