ঢাকা: সুগন্ধা নদীতে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চে আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকার তুরস্ক দূতাবাস।
শনিবার (২৫ ডিসেম্বর) এক শোকবার্তায় তুরস্ক দূতাবাসের পক্ষ থেকে শোক ও দুঃখ প্রকাশ করা হয়।
শোক বার্তায় উল্লেখ করা হয়, ঢাকা থেকে ২৫০ কিলোমিটার দূরে সুগন্ধা নদীতে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চে আগুনে হতাহতের ঘটনায় আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোর রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
এ ঘটনায় ৩৮ জনের প্রাণহানি ঘটে। আহত হন শতাধিক। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। নিহতদের ৩৭ জনই বরগুনার বাসিন্দা।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
টিআর/এসআইএস