ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইউপি নির্বাচন: সোনাগাজীতে ১৭ বহিরাগত আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
ইউপি নির্বাচন: সোনাগাজীতে ১৭ বহিরাগত আটক

ফেনী: সোনাগাজীতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১৭ বহিরাগত সন্ত্রাসীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইউপি নির্বাচনে সহিংসতার আশঙ্কায় নির্বাচনের আগের দিন তাদের আটক করা হয়।

সোনাগাজী পৌর এলাকার মাঝির দোকান এবং চরদরবেশ ইউনিয়নের কারামতিয়া বাজার থেকে পৃথক অভিযান চালিয়ে শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত দুটি মাইক্রোবাস জব্দ করা হয়।

আটকদের মধ্যে পাঁচ জন পরশুরাম উপজেলার, সাত জন ফেনী শহরের বিরিঞ্চি এবং পাঁচ জন ফুলগাজী উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, রোববার অনুষ্ঠেয় ইউপি নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রে অবৈধ প্রভাব বিস্তারের জন্য বহিরাগত বেশকিছু সন্ত্রাসী জড়ো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বণিক ও পুলিশের মোবাইল টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ও নির্বাহী ম্যাজাস্ট্রেট লিখন বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

২৬ ডিসেম্বর উপজেলার নয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে দুটি ইউনিয়নে দু’জন চেয়ারম্যান বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।