ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিবচর শিক্ষা ও স্বাস্থ্য নগরী হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
শিবচর শিক্ষা ও স্বাস্থ্য নগরী হবে

মাদারীপুর: জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি বলেছেন,মাদারীপুর জেলার শিবচর উপজেলা হবে আধুনিক শিক্ষা ও স্বাস্থ্য নগরী। শুধু শিবচরের মানুষই নন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এসে এই শিবচরে শিক্ষা গ্রহণ করবে।

চিকিৎসাসেবা নেবেন। সেই লক্ষ্যেই আমাদের এগিয়ে যেতে হবে। আমরা সেই লক্ষ্যেই কাজ করে চলেছি।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে শিবচরের চরশ্যামাইল এলাকায় আড়িয়াল খাঁ নদীর তীর সংরক্ষণ ও ড্রেজিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হলে সোনার মানুষ হতে হবে। আমাদের এমন উপজেলা গড়ে তুলতে হবে যেখানে সন্ত্রাস থাকবে না, নেশা থাকবে না। যেখানে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসবে। এখানে এসে কাজ করবে। আমরা এখানে বিসিক শিল্প নগরী করতেছি। সেখানে মানুষ বিভিন্ন শিল্প-কারখানা করবে।

চিফ হুইপ আরও বলেন, আড়িয়াল খাঁ নদের ভাঙন থেকে শিবচরের বিভিন্ন ইউনিয়নকে বাঁচাতে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে। এই নির্বাচনের আগে শিবচরের কাঁঠালবাড়ীতে এক প্রোগ্রামে এসে প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন- ক্ষমতায় এলে তিনি নদী-ভাঙনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। সেই কথা অনুযায়ী আড়িয়াল খাঁ নদের ৬ দশমিক ৩০০ কিলোমিটার নদী তীর সংরক্ষণের কাজ শুরু হচ্ছে।

চিফ হুইপ বলেন, শিবচরে অনেক মেগা প্রকল্প হচ্ছে। এখানে প্রায় ২২শত কোটি টাকার প্রকল্প আছে। পাঁচ হাজার কোটি টাকার প্রকল্প আছে। শিবচরের এই আড়িয়াল খাঁ নদের উপরই বর্তমান সরকার শত কোটি টাকা ব্যয়ে ৭টি ব্রিজ করেছেন। শিবচরের রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। এরপরও নদীভাঙন ও বন্যার কারণে প্রতিবছর মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়। যা আমাদের উন্নয়নকে ব্যাহত করছে। পদ্মা সেতুর কারণে পদ্মানদীতে যথাসম্ভব নদী শাসন হয়েছে। যা ভাঙন থেকে রক্ষা করবে। এখন আড়িয়াল খাঁ নদের তীর সংরক্ষণ কাজ শুরু হলো। একই সঙ্গে নদী খনন কাজও শুরু হচ্ছে।

আড়িয়াল খাঁ নদীর তীর সংরক্ষণ ও ড্রেজিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি এবং উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, যুগ্নসচিব এসএম রেজাউল মোস্তফা কামাল, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।

পানি উন্নয়ন বোর্ড মাদারীপুর সূত্রে জানা গেছে, আড়িয়াল খাঁ নদী তীর সংরক্ষণ ও ড্রেজিং শীর্ষক প্রকল্পের আওতায় আড়িয়াল খাঁ নদের বাম তীরে সন্ন্যাসীরচর ইউনিয়নে ২.৮০০ কি.মি। বহেরাতলা ইউনিয়নের নদী তীরের ১ কিলোমিটার পথ। ডান তীরে শিরুয়াইল ও নিলখী ইউনিয়নের ২ দশমিক ৫০০ কি.মি পথসহ মোট ৬ দশমিক ৩০০ কি.মি নদী তীর সংরক্ষণ কাজ এবং আড়িয়াল খাঁ নদের উৎরাইল হাট বাওরের ইনটেক চ্যানেল পর্যন্ত মোট ১৪ দশমিক ৭৫০ কি.মি পথ ড্রেজিং কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।