ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাবিল পরিবহনের বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
নাবিল পরিবহনের বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় বাসচাপায় আনিছুর রহমান (৩৪) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ইপিজেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিছুর রহমান সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার বাসুরিয়া গ্রামের সাবের আলীর ছেলে। তিনি আশুলিয়ায় ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় কাজ করতেন।

পুলিশ জানায়, কারখানায় কাজ শেষে ব্যাটারি চালিত ভ্যানে করে বাসায় ফিরছিলেন আনিছুর। পথে ডিইপিজেড এলাকায় পেছন থেকে নাবিল পরিবহনের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যান আনিছুর। এসময় বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বাস ও এর চালককে আটক করে পুলিশের সোপর্দ করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। বাসসহ চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবার এলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।