ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে ইসলামী ব্যাংকে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
সিলেটে ইসলামী ব্যাংকে আগুন

সিলেট: সিলেটে শাহজালাল ইসলামি ব্যাংকের একটি শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনে তেমন ক্ষয়ক্ষতি না হলেও অল্পের জন্য রক্ষায় পায় ব্যাংক ও বহুতল ভবন।

শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাতে নগরের সুবিদবাজার বহুতল ভবন মার্লিন টাওয়ারের নিচ তলায় অবস্থিত শাহজালাল ইসলামি ব্যাংকের শাখার অভ্যন্তরে  অগ্নিকাণ্ডেরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আগুনের সূত্রপাত হলে ব্যাংকের ভেতর থেকে ধোঁয়া উড়তে থাকে। তাৎক্ষনিক ব্যাংকে কর্মরতরা দমকল বাহিনীকে খবর দেন। এদিকে আতঙ্কিত হয়ে টাওয়ারের বাসিন্দারা রাস্তায় নেমে আসেন।

খবর পেয়ে নগরের তালতলা থেকে দমকল বাহিনীর দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকল বাহিনী সিলেটের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন বাংলানিউজকে বলেন, ব্যাংকের অভ্যন্তরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কিছুটা ক্ষয়ক্ষতি হলেও তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০২১
এনইউ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।