ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে  তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু।

শনিবার (৮ জানুয়ারি) সকাল ৮টায় ইস্তানবুল থেকে বিশেষ ফ্লাইটে সরাসরি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এ সময় সোলাইমান সয়লু ও তার প্রতিনিধি দলকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান, পুলিশের চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন, কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ, পুলিশ সুপার হাসানুজ্জামান ও বাংলাদেশের তুরস্ক দূতাবাসের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

তুরস্ক থেকে আসা ২০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সোলাইমান সয়লু। দুপুরে তারা ঢাকা ফিরে যাবেন। ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে রাতেই তিনি ফিরে যাবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। এছাড়া রোহিঙ্গাদের সহায়তায় তুরস্ক কিভাবে আরও যুক্ত হতে পারে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে দেশটির ভূমিকার বিষয়টি আলোচনায় আসতে পারে।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২১
এসবি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।