ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান।

বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার মো. মুজিবুর রহমান মিয়া (৬৩) শুক্রবার (০৭ জানুয়ারি) রাতে মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (০৮ জানুয়ারি) দুপুরে নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় কাহালপুর আবুহুরাইরা (রা.) মাদরাসা কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। দাফনের আগে মোল্লাহাট থানার একটি চৌকশ দল মরহুমের কফিনে গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শাহিনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন, মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ, পিরোজপুর কারাগারের জেলার মো. ইকবাল হোসেন শামিম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবীর, মো. মনিরুজ্জামান মিয়া, শেখ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. হাসান মোল্লা হায়দার, মো. নজরুল ইসলাম মিল্টন, মো. জিকরুল আলম মিয়া, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এদিকে মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান মিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। একইভাবে শোক বার্তা দিয়েছেন মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছানাসহ স্থানীয় বিভিন্ন সংগঠন।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।