ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতির সংলাপে ইসলামি ফ্রন্ট-বাংলাদেশ ন্যাপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
রাষ্ট্রপতির সংলাপে ইসলামি ফ্রন্ট-বাংলাদেশ ন্যাপ

ঢাকা: নির্বাচন কমিশন গঠন বিষয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

বঙ্গভবন প্রেস উইং জানায়, প্রথমে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় দলটির চেয়াম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেয়।

দলটি নির্বাচনী আইন প্রণয়নসহ ৫ দফা দাবি পেশ করে। দলের প্রতিনিধিরা বলেন, নির্বাচনের মাধ্যমে জনমতের প্রতিফলন ঘটে। তারা সংবিধান মোতাবেক একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, স্বয়ংসম্পূর্ণ ও স্বাধীন নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করেন।

এছাড়া তারা নির্বাচনের সার্বিক কর্মকাণ্ড সরকার ও নির্বাহী বিভাগের আওতামুক্ত রাখা এবং নির্বাচন কমিশনের সকল নির্দেশনা রেডিও টেলিভিশনসহ সকল গণমাধ্যমে প্রচার বাধ্যতামূলক করার প্রস্তাব দেন।

পরে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়াম্যান জেবেল রহমান গানির নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেয়।

প্রতিনিধিদল নির্বাচনী আইন প্রণয়নসহ তিন দফা প্রস্তাব পেশ করে। তারা একটি আধুনিক নির্বাচন ব্যবস্থা বা পদ্ধতি গ্রহণের প্রস্তাব করেন। তারা প্রতিটি নির্বাচনী কেন্দ্রে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারেরও প্রস্তাব করেন। তারা বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

রাষ্ট্রপতি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাহী বিভাগসহ দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা একান্ত অপরিহার্য। এজন্য জনগণের মানসিকতারও পরিবর্তন ঘটাতে হবে।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।