ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৭০ বোতল ফেনসিডিলসহ পুলিশ সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
৭০ বোতল ফেনসিডিলসহ পুলিশ সদস্য গ্রেফতার

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে ৭০ বোতল ফেনসিডিলসহ হুমায়ুন কবির নামে পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

হুমায়ুন কবির হাতীবান্ধা হাইওয়ে থানার কনস্টেবল পদে কর্মরত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লালমনিরহাটের সহকারী পরিচালক খায়রুল বাশার বাংলানিউজকে এ ঘটনা সত্যতা নিশ্চিত করেন।  

তিনি জানান, পুলিশ ও সাংবাদিক স্টিকার লাগানো গাড়িতে ভারতীয় সীমান্ত হয়ে পাচার হওয়া মাদক পরিবহন করে রংপুরসহ সারাদেশে পাঠানো হচ্ছে— এমন গোপন তথ্য পেয়ে কাকিনা মহিপুর রোডের সিরাজুল মার্কেট এলাকায় অভিযান চালায় অধিদপ্তর লালমনিরহাটের একটি দল। এ সময় সন্দেহ হলে রংপুরগামী একটি মোটরসাইকেলের গতি রোধ করা হয়। পরে মোটরসাইকেল ও আরোহী পুলিশ কনস্টেবল হুমায়ুন কবিরকে তল্লাশি করলে ৭০ বোতল ফেনসিডিল জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।  

এ ঘটনায় হুমায়ুন কবিরের নামে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।