ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

কলারোয়া সীমান্তে ২৩ কেজি রুপার গহনা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
কলারোয়া সীমান্তে ২৩ কেজি রুপার গহনা জব্দ জব্দ রুপার গহনা

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে ২৩ কেজি ভারতীয় রুপার গহনা জব্দ করেছে বিজিবি।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কলারোয়া থানাধীন কেড়াগাছির মজুমদার খাল সংলগ্ন এলাকা থেকে গহনাগুলো জব্দ করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকালে কেড়াগাছির মজুমদার খাল সংলগ্ন এলাকায় অভিযানে ২৩ কেজি ভারতীয় রুপার গহনা জব্দ করা করেন কাকডাঙ্গা বিওপির টহল কমান্ডার হাবিলদার সিদ্দিকুর রহমান খান। জব্দ গহনার আনুমানিক মূল্য ২৯ লাখ ৯০ হাজার টাকা। তবে, এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। জব্দ গহনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।