ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

আশুগঞ্জ রেল সেতুতে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
আশুগঞ্জ রেল সেতুতে আগুন আশুগঞ্জ রেল সেতুতে আগুন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ-ভৈরব সৈয়দ আব্দুল হালিম রেল সেতুর আশুগঞ্জ প্রান্তে আগুন লাগার ঘটনা ঘটেছে।  

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা থেকে আসা তিতাস কমিউটার ট্রেনটি রেল সেতুটি অতিক্রম করার পরপরই আগুন লাগার দৃশ্য যাত্রীদের নজরে আসে। এরপরই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সেতু দিয়ে সরবরাহ করা ৩৩ কেভি বিদ্যুতের গ্রিড লাইনে এ আগুন ধরে। এতে ঢাকা-চট্টগ্রাম-সিলেট লাইনে (ডাউন লাইনে) ট্রেন চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়েছে। নৌপুলিশ ও আশুগঞ্জ এবং ভৈরব ফায়ার সার্ভিস প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনায় এখনো কোনো ক্ষয়-ক্ষতির বিস্তারিত বিবরণ জানা যায়নি।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বাংলানিউজকে জানান, ঠিক কী কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।