ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

‘দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে শুধু খাদ্য অধিদপ্তর একাই জড়িত নয়’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
‘দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে শুধু খাদ্য অধিদপ্তর একাই জড়িত নয়’

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে ঝটিকা সফরে এসে খাদ্য অধিদপ্তরের মহা-পরিচালক সাখাওয়াত হোসেন জানান, দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে শুধু খাদ্য অধিদপ্তর একাই জড়িত নয়। এর সঙ্গে অনেক মন্ত্রণালয়ই জড়িত।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ খাদ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন গুদাম পরিদর্শন শেষে এ কথা বলেন। তবে তিনি এর চেয়ে বেশি কথা বলতে চাননি।

খাদ্য অধিদপ্তরের এই শীর্ষ কর্মকর্তা শনিবার জামালপুর সদরসহ ৭টি উপজেলার খাদ্য গুদাম পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে জামালপুর জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী।

এদিকে জামালপুরসহ সারা দেশে বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। একদিনের ব্যবধানে পেয়াজের দাম দ্বিগুণ হলেও বাজার মনিটরিং ব্যবস্থা নেই।

এদিকে চালের দামও ঊর্ধ্বগতি। তিন দিনের ব্যবধানে প্রতি কেজি চালের দাম বেড়েছে ৫ থেকে ৬ টাকা। বেড়েছে কাঁচা সবজিসহ সকল প্রকার ভোজ্য তেলের দাম।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।