ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

পল্টনে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
পল্টনে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা: অভিযান চালিয়ে ২৮ কেজি গাজাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ। গ্রেফতাররা হলেন—মো. মেহেদী হাসান অপু, মো. জাহাঙ্গীর হোসেন ও সাব্বির নাদিম ওরফে বেজী নাদিম।

সোমবার (২১ ফেব্রুয়ারি) পল্টন থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত দুই দিন অভিযান চালিয়ে তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পল্টনের মল্লিক টাওয়ারের সামনে অভিযান চালিয়ে মাদক  ব্যবসায়ী মেহেদী ও জাহাঙ্গীরকে প্রথমে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে মেহেদীর দেওয়া তথ্য মতে শেরে বাংলানগর থানার শহীদ সোহরায়ার্দী মেডিক্যাল কলেজের মেইন গেটের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সাব্বিরকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বর্তমানে তারা দুই দিনের রিমান্ডে থানা হেফাজতে আছেন বলে জানান পল্টন থানার ওসি।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।