ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভাষা সৈনিক খান জিয়াউল হক আবৃত্তি স্বর্ণপদক পেলেন বরিশালের নিপা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
ভাষা সৈনিক খান জিয়াউল হক আবৃত্তি স্বর্ণপদক পেলেন বরিশালের নিপা

মাগুরা: ভাষা সৈনিক খান জিয়াউল হক আবৃত্তি স্বর্ণপদক পেলেন বরিশালের শামসুন নাহার নিপা। সারাদেশের দেড় শতাধিক আবৃত্তিশিল্পীদের নিয়ে মাগুরার আবৃত্তি সংগঠন কণ্ঠবীথির দুই যুগ পূর্তি উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দু’দিনের আয়োজনের শেষদিন শনিবার (২৬ ফেব্রুয়ারি) ফলাফল ঘোষণা ও বিজয়ীদের হাতে পদক তুলে দেন মাগুরার জেলা প্রশাসক (ডিসি) ড. আশরাফুল আলম।  

এর আগে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় এ উৎসবের। সন্ধ্যার দিকে সারাদেশ থেকে বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হয় খান জিয়াউল হক আবৃত্তি প্রতিযোগিতা।

প্রতিযোগিতার শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে স্বর্ণপদক জিতে নেন বরিশালের প্রতিযোগী শামসুন নাহার নিপা।

এছাড়াও দু’দিনের এ উৎসবে আবৃত্তি পরিবেশন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদেও যুগ্ম সম্পাদক রাশেদ হাসান, সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ তমাল, নির্বাহী সদস্য অনন্যা লাবনী পুতুল ও কণ্ঠবীথির শতাদিক সদস্য।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।