ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

কোচিং থেকে ছেলেকে আনতে গিয়ে দুর্ঘটনায় বাবার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
কোচিং থেকে ছেলেকে আনতে গিয়ে দুর্ঘটনায় বাবার মৃত্যু

কুমিল্লা: কোচিং থেকে সন্তানকে আনতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় রিপন মজুমদার (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় কুমিল্লার নগর উদ্যানের পশ্চিমে গণপূর্ত উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রিপন একটি ডিশ লাইন কোম্পানির অপারেটর হিসেবে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর।

তিনি জানান, বিকেল ৫টায় রিপন ব্যাটারিচালিত অটোরিকশায় করে সন্তানকে আনতে কোচিং সেন্টারের দিকে যাচ্ছিলেন। পথে অটোরিকশাটিকে পেছন থেকে একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। এসময় অটোরিকশা থেকে ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।