ঢাকা, শুক্রবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ৩১ মে ২০২৪, ২২ জিলকদ ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
লক্ষ্মীপুরে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বালুবাহী ট্রাকচাপায় মো. জাকির হোসেন (৫০) নামে এক ভ্যান শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের মান্দারী পূর্ব বাজারে এ ঘটনা ঘটে।

জাকির রংপুর জেলার বাসিন্দা। তিনি লক্ষ্মীপুরের মান্দারী বাজারে ভ্যান শ্রমিকের কাজ করতেন।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, জাকির ভ্যানে মালামাল তুলছিলেন। এ সময় লক্ষ্মীপুর-নেয়াখালী মহাসড়কের পূর্ব দিক থেকে ছেড়ে আসা একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে উল্টে যায়। এতে জাকির ওই ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরী বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে আছে। চালক পলাতক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।