ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

হারাতে বসা দেশীয় তাঁত পণ্যকে তুলে এনেছেন বিবি রাসেল

শারমীনা ইসলাম, নিউজরুম কো-অর্ডিনেটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, মার্চ ৮, ২০২২
হারাতে বসা দেশীয় তাঁত পণ্যকে তুলে এনেছেন বিবি রাসেল বিবি রাসেল।

বিবি রাসেল, বিশ্ব ফ্যাশন জগতে নিজেই একটি প্রতিষ্ঠান। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি এই ফ্যাশন মডেল এবং ডিজাইনার কাজের স্বীকৃতি হিসেবে জাতিসংঘের শান্তি পুরস্কার, স্বাধীনতা পদকসহ দেশি বিদেশি অসংখ্য পুরস্কার পেয়েছেন।

শুধুমাত্র পোশাক তৈরি করেই তিনি নিজের দায়িত্ব শেষ করেননি, প্রায় হারাতে বসা দেশীয় তাঁত পণ্যকে দেশে এবং দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব ফ্যাশন দরবারে তুলে ধরেছেন। এদেশের সুবিধা বঞ্চিত নারীদের কথাও ভাবেন তিনি। তাইতো তাদের কাজের সুযোগ করে দিয়েছেন।

যে নাম বিশ্বের নামিদামী ফ্যাশন ডিজাইনারদের পাশাপাশি গর্বের সঙ্গে উচ্চারিত হয়, সেই বিবি বাংলাদেশের গ্রামের নারীদের নিয়ে কাজ করতে গর্ববোধ করেন। সাফল্যের শিখরে থেকেও অত্যন্ত সদালাপী ও বিনয়ী বিবি রাসেল বাংলানিউজকে বলেন, যে নারী প্রতিদিন সংগ্রাম করে জীবিকার জন্য, যাদের হাতের ছোঁয়ায় রঙিন হয়ে ওঠে আমাদের ফ্যাশন জগৎ, তাদের প্রতি মুহূর্তে সম্মান জানাই। বিবির আজকের অবস্থানের পেছনের গল্প তার মুখেই জানি...

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।