ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

আদাবরে রেস্টুরেন্টে আগুন, দগ্ধ ৫ কর্মচারী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
আদাবরে রেস্টুরেন্টে আগুন, দগ্ধ ৫ কর্মচারী

ঢাকা: রাজধানীর আদাবর শিয়া মসজিদ এলাকায় নবাবী ভোজ হোটেল-রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে ৫ কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।


রোববার (২৭ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মো. হৃদয় (২১), সাইফুল ইসলাম (২২) আমিনুল ইসলাম (১৮), মিঠু (২৪) ও রাব্বি (২২)।

তারা জানান, বিকেলে রেস্টুরেন্টে কাজ করছিলেন। হঠাৎ চুলার পাশে গ্যাসের পাইপ থেকে লিকেজের শব্দ পান। এরপর তড়িঘড়ি করে সেটি বন্ধ করতে গেলে তখনই সেখান থেকে আগুন ধরে যায়। এতে আশপাশে থাকা ৫ কর্মচারী দগ্ধ হন। পরে অন্যান্য কর্মচারীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, আমিনুলের ১৮, মিঠুর ১৫, রাব্বির ৩৫ শতাংশ, হৃদয়ের ২ ও সাইফুলের ১ শতাংশ দগ্ধ হয়েছে। আমিনুল, মিঠু ও রাব্বিকে ভর্তি রাখা হয়েছে। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আদাবর থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) কাজী শাহেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্যাস লাইন লিকেজ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ২৭ মার্চ, ২০২২
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।