ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

বাজিতপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
বাজিতপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ছোট ভাই জাকিরের ছুরিকাঘাতে বড় ভাই রাকিব (১৭) খুন হয়েছেন।  

রোববার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার সরারচর ইউনিয়নের পুরানগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাকিব ওই গ্রামের আবুল কাসেমের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সরারচর ইউনিয়নের পুরানগাঁও গ্রামের নিজ বাড়িতে পারিবারিক কলহের জের ধরে দুই ভাই রাকিব ও জাকিরের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাকির তার বড় ভাই রাকিবকে ছুরিকাঘাত করেন। এতে রাকিব গুরুতর জখম হলে চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।  

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।