ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

অষ্টগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
অষ্টগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে যান।

 

এছাড়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অষ্টগ্রাম উপজেলার নির্মাণাধীন বাহাদুরপুর (সবুরের ভাঙ্গা) ব্রিজ পরিদর্শন করেন।  

এর আগে বিকেল ৫টার দিকে সড়কপথে অষ্টগ্রাম উপজেলায় পৌঁছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে বের হন রাষ্ট্রপতি।

এর আগে রাষ্ট্রপতি মিঠামইন উপজেলায় নির্মাণাধীন রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন এবং নির্মাণাধীন মিঠামইন ক্যান্টনমেন্ট পরিদর্শন করেন। এছাড়া ক্যান্টনমেন্টের কাজের অগ্রগতি সম্পর্কে ব্রিফিং শোনেন।  

এসময় উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলম, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাষ্ট্রপতির বোন আছিয়া আলম এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

সন্ধ্যা ৭টার দিকে অষ্টগ্রামে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন রাষ্ট্রপতি। মতবিনিময় সভা শেষে রাতে মিঠামইনের কামালপুরে ফিরে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন তিনি।
 
২৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত পাঁচদিনের সফরে কিশোরগঞ্জ এসেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি কিশোরগঞ্জ সদর এবং হাওরের মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলা সফর করবেন।  

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।