ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

হাইড্রোজেন সিলিন্ডার বিস্ফোরণে পা হারালেন বেলুন বিক্রেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
হাইড্রোজেন সিলিন্ডার বিস্ফোরণে পা হারালেন বেলুন বিক্রেতা

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাইড্রোজেন সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা ফকর উদ্দিনের (২০) একটি পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এসময় তার সহযোগী মাহবুর রহমান গুরুতর আহত হন।

বুধবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নে ফুলোহার গ্রামে বারুনীর মেলায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুইজনের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কোচাশহর গ্রামে।

স্থানীয়রা জানান, ফকর বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। ফুলোহার গ্রামে বারুনীর মেলায় বেলুন ফুলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ। এতে তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান (শজিমেক) মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।