ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

সিদ্ধিরগঞ্জে ৬৭ কেজি গাঁজাসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
সিদ্ধিরগঞ্জে ৬৭ কেজি গাঁজাসহ আটক ৪

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৬৭ কেজি গাঁজাসহ চার মাদকবিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

শুক্রবার (০১ এপ্রিল) রাতে র‍্যাব-৩ এর সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বিকেলে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল মোড়ে অভিযান চালিয়ে তিন মাদকবিক্রেতাকে আটক করে র‌্যাব-৩।

আটকরা হলেন- গাজীপুরের মো. সাগর (২৬), কুমিল্লার মো. ফরহাদ (২২), কোতোয়ালীর অপ্রাপ্তবয়ষ্ক (১৭) ও অপ্রাপ্তবয়স্ক (১৬)।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি পিকআপভ্যান জব্দ করা হয়েছে।

র‍্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার মো. খায়রুল কবীর বলেন, আটকরা র্দীঘদিন ধরে কুমিল্লা থেকে মাদক কিনে এনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২২
এমআরপি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।