ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

বগুড়ায় কিশোরের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২২
বগুড়ায় কিশোরের মরদেহ উদ্ধার

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নীরব হাসান (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৯ এপ্রিল) দুপুরে উপজেলার বানাইল গ্রামে নিজ শয়ন কক্ষের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

নীরব হাসান বগুড়া শিবগঞ্জ উপজেলার বানাইল গ্রামের মোস্তার ছেলে। সে এবার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

নীরবের মা মোছা. নারজু বেগম বলেন, আমি কৃষ্ণপুর গ্রাম থেকে দুপুর ১টার দিকে বাড়িতে এসে দেখি নীরব সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। আমি চিৎকার দিলে আমার স্বামী ও গ্রামবাসী বাইরে থেকে ছুটে এসে তাকে উদ্ধার করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বাড়ির ভোতরে কেউ ছিল না।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রুম্মান হাসান জানান, প্রাথমিকভাবে নীরবের মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মরদেহটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।