ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ

 মৌলভীবাজার: দুর্বার উন্নয়ন সহায়ক সংস্থা (ডিইউএসএস) এর বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতিত) শীর্ষক কর্মসূচির আওতায় ২০২১-২০২২ অর্থবছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাররিনা রহমান বাঁধনের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মৌলভীবাজারের সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ের ২০ জন শিক্ষার্থীকে ২ হাজার ৪০০ টাকা এবং মাধ্যমিক পর্যায়ের ১০ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। শিক্ষার্থীরা যাতে তাদের প্রয়োজনীয় খাতা, কলম, স্কুল ড্রেস, বই ক্রয় করতে পারে সে লক্ষ্যে এ শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।