ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

কাপ্তাইয়ে জলকেলি উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
কাপ্তাইয়ে জলকেলি উৎসব

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জলকেলি উৎসব অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (১৫ এপ্রিল) সকালে চিৎমরম সাংগ্রাই জল উৎসব উদযাপন কমিটির আয়োজনে চিৎমরম বৌদ্ধ বিহার মাঠে এ জলকেলি উৎসব অনুষ্ঠিত হয়।

 

কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহম্মেদ প্রধান অতিথি থেকে এই জল উৎসবের উদ্বোধন করেন।

উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরীর সভাপতিত্বে এসময়- রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী উপস্থিত ছিলেন।

সাংগ্রাই জল উৎসবে মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণী ও শিশু-কিশোররা তাদের ঐতিহ্যের পোশাক পরিধান করে মারমা গানের মাধ্যমে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেয়। এছাড়া ঐতিহ্যবাহী খেলাধুলা ও নাচে গানে মেতে উঠে উৎসবে মারমা তরুণ-তরুণীরা।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।