ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রমনা বটমূল হামলা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি শফিকুর কিশোরগঞ্জ কারাগারে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি শফিকুর কিশোরগঞ্জ কারাগারে 

কিশোরগঞ্জ: ঢাকার রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি শফিকুর রহমানকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।  

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জের আমলগ্রহণকারী আদালত-২ এর জ্যেষ্ঠ বিচারক মো. সাদ্দাম হোসেন এ আদেশ দেন।

 

এর আগে শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে তাকে কিশোরগঞ্জ আদালতে হাজির করা হয়।  

আদালতের আদেশের পর সন্ধ্যার দিকে আসামি মুফতি শফিকুর রহমানকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।  

কিশোরগঞ্জ আদালতের পরিদর্শক মো. আবু্বকর সিদ্দিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

মুফতি শফিকুর রহমান কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি পশ্চিমপাড়া গ্রামের মৃত মৌলভী শিশু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ১৫ এপ্রিল, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।