ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

কাউখালীতে সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
কাউখালীতে সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত জল উৎসব

রাঙামাটি: রাঙামাটির কাউখালী উপজেলায় মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (১৬ এপ্রিল) সকালে মারমা সাংস্কৃতিক সংস্থার আয়োজনে বেতবুনিয়া ইউনিয়নের বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ জল উৎসব অনুষ্ঠিত হয়।

খাদ্য মন্ত্রলালয় সম্পর্কিত সংদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার প্রধান অতিথি থেকে এই জল উৎসবের উদ্বোধন করেন।

মারমা সাংস্কৃতিক সংস্থার সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার তরিকুল ইসলাম, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, পুলিশ সুপার মীর মোদাছছের হোসেন, রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল বিএম আশিকুর রহমান পিএসসিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মারমা সম্প্রদায়ের নেতারা।

সাংগ্রাই জল উৎসবে মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণী এবং শিশু কিশোররা তাদের ঐতিহ্যের পোশাক পরিধান করে মারমা নাচে-গানের মাধ্যমে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেয় এবং আনন্দে মেতে ওঠে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।