ঢাকা, শুক্রবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ৩১ মে ২০২৪, ২২ জিলকদ ১৪৪৫

জাতীয়

পাওনা টাকা চাওয়ায় সংঘর্ষ, নারী-পুরুষসহ আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
পাওনা টাকা চাওয়ায় সংঘর্ষ, নারী-পুরুষসহ আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা চাওয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ ১৫ জন আহত হয়েছেন।

 

রোববার (১৭ এপ্রিল) রাতে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১১ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।  

আহতরা হলেন- জসিম মিয়া (৩২), আলকাছ মিয়া (৩৫), নয়ন মিয়া (১৮), কালু মিয়া (২৮), জীবন মিয়া (১৮), নাদিম (১৮), কিরন মিয়া (১৯), বাদল মিয়া (২২), মনসুর আলী (৩০), বিল্লাল মিয়া (৬০), পাভিয়া (৩০), ময়না বেগম (৩৫), শাহীন মিয়া (৩০)। এর মধ্যে জীবন মিয়ার দুই হাত ভেঙে যাওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মৈন্দ গ্রামের কাসেম মিয়ার ছেলে সুমনকে চার বছর আগে ৪০০ টাকা ধার দেন একই এলাকার মনসুর। রোববার রাতে মৈন্দ বাজারে শাহজাহান মিয়ার চায়ের দোকানে সুমনকে পেয়ে সেই টাকা চান মনসুর। সুমন টাকা দিতে অস্বীকার করলে উভয়ের মধ্যে তুমুল বাগ-বিতণ্ডা হয়। একপর্যায়ে মনসুরকে মারধর শুরু করেন সুমন। তাৎক্ষণিক বাজারে স্থানীয়রা ঘটনা মীমাংসা করে দেন। কিছুক্ষণ পরই সুমনের বাড়ির লোকজন লাঠিসোটা নিয়ে মনসুরের বাড়িতে হামলা করে। এতে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।  

সোমবার (১৮ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম জানান, এ ঘটনায় এখনও কোনো পক্ষ থেকে মামলা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।