ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

সিলেটে বাঁশঝাড়ে মিললো শিশুর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
সিলেটে বাঁশঝাড়ে মিললো শিশুর মরদেহ

সিলেট: সিলেটে নিখোঁজ হওয়ার চার দিনের মাথায় রাহুল দাস (৩) নামে এক শিশুর মরদেহ মিলেছে একটি বাঁশঝাড়ে।

সোমবার (১৮ এপ্রিল) সকালে নগরের হালদারপাড়ায় বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

রাহুল ওই এলাকার রুবেল দাসের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী এক নারীকে আটক করা হয়েছে।  

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর থেকে নিখোঁজ ছিল রাহুল। তাকে হন্য হয়ে খোঁজেন বাবা-মা ও স্বজনরা। কোনো সন্ধান না পেয়ে পর দিন শনিবার (১৬ এপ্রিল) থানায় সাধারণ ডায়েরি করেন।

স্থানীয়রা বলেন, সোমবার সকালে বাড়ির পাশের বাঁশঝাড়ে রাহুলের মরদেহ দেখতে পান।  

এদিকে খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্নের পর মর্গে পাঠায়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বাংলানিউজকে বলেন, সুরতহাল প্রতিবেদন অনুযায়ী ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। রাহুল হত্যার ঘটনায় পূর্বতী দাস নামে এক নারীকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পেয়েছি।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।