ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঢাকা কলেজ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
ঢাকা কলেজ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): সোমবার (১৮ এপ্রিল) রাত থেকে ঢাকা নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। এর জেরে ঢাকা কলেজের সব আবাসিক হল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এতদ্বারা ঢাকা কলেজের সব আবাসিক শিক্ষার্থীকে জানানো যাচ্ছে, উদ্ভূত পরিস্থিতিতে আজ ১৯ এপ্রিল (মঙ্গলবার) থেকে আগামী ৫ মে (বৃহস্পতিবার) পর্যন্ত হলগুলো বন্ধ ঘোষণা করা হলো।

বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বিকেলের মধ্যেই ছাত্রদের সব হল খালি করার নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ১৯ এপ্রিল, ২০২২
এসকেবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।