ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

পাঁচবিবিতে ৪৫০ কৃষককে ধানের বীজ ও সার প্রণোদনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
পাঁচবিবিতে ৪৫০ কৃষককে ধানের বীজ ও সার প্রণোদনা পাঁচবিবিতে ৪৫০ কৃষককে ধানের বীজ ও সার প্রণোদনা

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ২০২১-২০২২ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরমান হোসেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. হাবিব ও উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

আলোচনা শেষে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার ৪৫০ জন কৃষকের প্রত্যেক জনকে আলাদা করে ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি ও ৫ কেজি বীজ ধান দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ২১ এপ্রিল, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।