ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহের মৌসুমি শপিং মলে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
ঝিনাইদহের মৌসুমি শপিং মলে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের পায়রা চত্বরের অভিজাত মৌসুমি শপিং মলে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, অনুমোদনহীন বিদেশি পণ্য বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।


 
বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউল হক।  

জানা যায়, মৌসুমি শপিং মলে দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, অনুমোদনহীন বিদেশি পণ্য বিক্রিসহ ক্রেতাদের সঙ্গে বিভিন্ন প্রতারণা করে আসছে-এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে এসব অভিযোগের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানে সে সময় ক্যাবের সভাপতি আমিনুর রহমান টুকু, সদস্য সুরাইয়া পারভীন মলিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।