ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

৪৫ হাজার ট্যাপেনটাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
৪৫ হাজার ট্যাপেনটাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

ঢাকা: রাজধানীর কোতয়ালী এলাকায় অভিযান চালিয়ে ৪৫ হাজার পিস নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ ইমরান মাতুব্বর ও পারভেজ ইসলাম নামে দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ।

শুক্রবার (২২ এপ্রিল) কোতয়ালী থানাধীন জিন্দাবাহার পার্কের উত্তর পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সাইফুল আলম মুজাহিদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুজনকে গ্রেফতার করা হয়। এরপর তাদের কাছ থেকে ৪৫ হাজার ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে এসব ট্যাবলেট সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে কোতায়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এডিসি সাইফুল।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।