ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

বগুড়ায় নার্সারির আড়ালে গাঁজা চাষ!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
বগুড়ায় নার্সারির আড়ালে গাঁজা চাষ!

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় ২৩টি গাঁজার গাছসহ জামাল উদ্দিন (৪০) নামে এক নার্সারি মালিককে আটক করেছে পুলিশ।  

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে আটক জামাল উদ্দিনকে আদালতে পাঠানো হয় ৷

এর আগে এদিন সকালে শেরপুর উপজেলার বাগড়া কলোনি গ্রামে তার নিজ বাড়িতে গড়ে তোলা নার্সারি থেকে গাছগুলো উদ্ধার করা হয়।

তিনি ওই এলাকার মৃত বেলায়েত আলীর ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশকিছুদিন আগে বাগড়া কলোনি গ্রামে নিজ বাড়ির উঠানে ২০ শতাংশ জমিতে জামাল নার্সারি গড়ে তোলেন। তবে নার্সারির আড়ালে তিনি গাঁজার চাষ শুরু করেছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জামালের নার্সারিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।  

শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহাদত হোসেন বাংলানিউজকে বলেন, আটক জামালের নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
কেইউএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।