ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

শিবপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, মে ৭, ২০২২
শিবপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু ফাইল ছবি

নরসিংদী: নরসিংদীর শিবপুরে মোটরসাইকেলের ধাক্কায় হিরন খন্দকার (৫৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী।

শনিবার (৭ মে) সকালের দিকে নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (৬ মে) রাতে উপজেলার লাখপুর শিমুলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত হিরন ওই উপজেলার দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া গ্রামের হাসেন আলী খন্দকারের ছেলে।  

আহতরা হলেন- শিবপুরের নান্দিরগাঁও এলাকার রবিন ও হৃদয়।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে লাখপুর শিমুলিয়া বাজারের একটি ফার্মেসি থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন হিরন খন্দকার। হেঁটে বাজারের শেষ মাথায় আসতেই শিমুলিয়াঘাটমুখী বেপরোয়া গতির একটি মোটরসাইকেল হিরনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং আহত হন মোটরসাইকেলের দুই আরোহী। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠান।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন বাংলানিউজকে জানান, মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত  অভিযোগ করা হয়নি। এ ব্যাপারে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ০৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।