ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

রাজীবপুরে মাদক ও অস্ত্রসহ ৩ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, মে ১২, ২০২২
রাজীবপুরে মাদক ও অস্ত্রসহ ৩ যুবক আটক

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সীমান্তবর্তী বালিয়ামারী এলাকায় অভিযান চালিয়ে ৩৮ বোতল ভারতীয় মদ, ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

বুধবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন—রাজীবপুর উপজেলার বালিয়ামারী নয়াপাড়া গ্রামের মজনু মিয়া (২৭), তার পিতার নাম সুফিয়ান, জাউনিয়ারচর কড়াইডাঙ্গী পাড়া গ্রামের বকুল মিয়া (২৫) ও পার্শ্ববর্তী রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের চর লাঠিয়াল ডাঙ্গা গ্রামের এরশাদুল হক (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদক কারবারী মজনু মিয়ার বাড়িতে মাদকের আসর বসার পাশাপাশি বিভিন্ন এলাকার মাদকসেবী ও কারবারীরা নিয়মিত যাতায়াত করতেন। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মজনুর বাড়িতে অভিযান চালিয়ে ওই তিন যুবককে আটক করে পুলিশ।

অভিযান পরিচালনাকালে ৩৮ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ, ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ১০ হাজার ১৫০ টাকা, ৪টি মোটরসাইকেল, ১০টি মুঠোফোন, ১টি পাসপোর্ট এবং দুটি দেশীয় অস্ত্র (রামদা) জব্দ করা হয়।

রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বাংলানিউজকে জানান, বালিয়ামারীতে মজনু মিয়ার বাড়িতে মাদক কেনাবেচা চলছিল। তাৎক্ষণিক পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মে ১২, ২০২২
এফইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।