ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

শিবচরের এক্সপ্রেসওয়েতে ২ বাসের সংঘর্ষে আহত ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, মে ১৩, ২০২২
শিবচরের এক্সপ্রেসওয়েতে ২ বাসের সংঘর্ষে আহত ১২

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়ের পাঁচ্চর বাসস্ট্যান্ড এলাকায় দুই বাসের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১২ জন। তবে কেউ গুরুতর আহত হয়নি বলে জানিয়েছে শিবচর হাইওয়ে পুলিশ।

শুক্রবার (১৩ মে) সকাল ১০টার দিকে মাদারীপুরের পাঁচ্চর বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার (১৩ মে) সকাল ১০টার দিকে মাদারীপুর থেকে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা সার্বিক পরিবহনের একটি বাস পাঁচ্চর বাসস্ট্যান্ডে যাত্রী নামানোর জন্য থামে। এ সময় বাংলাবাজার ঘাটগামী সোনালী পরিবহনের অপর একটি বাস পেছন থেকে সার্বিক পরিবহনের বাসকে ধাক্কা দেয়। এতে উভয় বাসেরই ১০ থেকে ১২ জন যাত্রী আহত হন।

ধাক্কায় গাড়ির কাঁচ ভেঙে অনেকেরই চোখে-মুখে লাগে। অনেকে মাথায় আঘাত পান। আহতদের উদ্ধার করে পাঁচ্চর রয়েল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাস দু'টি পুলিশি হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মে ১৩, ২০২২
এফআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।