ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

সুনামগঞ্জে ৫০০ লিটার মজুদ ভোজ্য তেল জব্দ, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, মে ১৪, ২০২২
সুনামগঞ্জে ৫০০ লিটার মজুদ ভোজ্য তেল জব্দ, জরিমানা

সুনামগঞ্জ: সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টের সাবেরিন স্টোর নামে একটি দোকানে অবৈধ মজুদ করা ৫০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

শনিবার (১৪ মে) দুপুরের দিকে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক শফিকুল ইসলাম।

 

জানা গেছে, সাবেরিন স্টোরে থাকা সামান্য তেল ছাড়া আর কোনো তেল তাদের কাছে নেই বলে দাবি করে প্রতিষ্ঠানটি। অথচ বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরি করে ঈদের আগে কেনা সয়াবিন তেলের গায়ের মূল্য মুছে দিয়ে বেশি দামে বিক্রি করছিল প্রতিষ্ঠানটি— এমন অভিযোগে ওই দোকানের গোডাউন তল্লাশি করা করে ভোক্তা অধিদপ্তর। এ সময় সেখান থেকে মজুদ অবস্থায় ৫০০ লিটার সয়াবিন তেল জব্দ ও দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক শফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ ভোজ্য তেল ন্যায্য মূল্যে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মে ১৪, ২০২২
এফআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।