ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তলসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, মে ১৪, ২০২২
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তলসহ আটক ৩

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর থানাধীন একরামপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

শনিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম।

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন এলাকায় টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন—মো. মেহেদী হাসান (২৭), মো. মাসুদ (৩৭), শেখ সোহান (২৪)।

র‌্যাব-১১ জানায়, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে সংগীয় ফোর্সের সহায়তায় তাদের আটক করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক ব্যবসা, চোরাকারবারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, চুক্তিভিত্তিক বিভিন্ন ধরনের অপকর্মসহ সন্ত্রাসী কার্যক্রম, বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং নিজেদের আধিপত্য বিস্তার করে আসছেন।

আটকদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাব।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, মে ১৪, ২০২২
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।