ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

গুইমারায় পানিতে ডুবে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, মে ১৫, ২০২২
গুইমারায় পানিতে ডুবে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারায় মেহেরিন আক্তার বৈশাখী (৭) নামে এক স্কুলছাত্রী পানিতে ডুবে মারা গেছে।

শনিবার (১৪ মে) বিকেলের দিকে গুইমারার জালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

মেহেরিন হাফছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জামাল উদ্দিনের একমাত্র মেয়ে। সে গুইমারার জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়তো।

জানা গেছে, শনিবার দুপুরে স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা শেষে পাশের খালে হাত ধুতে গিয়ে পানিতে ডুবে যায় মেহেরিন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বিজিবি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদ। পরে জামাল মেম্বারের বাড়িতে গিয়ে সবাইকে সান্ত্বনা দেন। একমাত্র মেয়েকে হারিয়ে সেখানে শোকের মাতম চলছিল।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, মে ১৫, ২০২২
এডি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।