ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিএনএসবি চক্ষু হাসপাতালে বৈকালিক চিকিৎসাসেবা চালু

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, মে ১৭, ২০২২
বিএনএসবি চক্ষু হাসপাতালে বৈকালিক চিকিৎসাসেবা চালু

মৌলভীবাজার: মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল বৈকালিক চিকিৎসা সেবা চালু করেছে। সোমবার (১৬ মে) এ সেবা চালু হয়।

 

হাসপাতালের প্রতি কর্মদিবসে বৈকালিক চিকিৎসাসেবা মিলবে।  

মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু জানান, দূর থেকে আসা চক্ষু রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার সুবিধার্থে বৈকালিক চিকিৎসাসেবা চালু করা হয়েছে। চোখের যেকোনো সমস্যায় সেবা দিতে আমরা প্রস্তুত। বিএনএসবি চক্ষু হাসপাতাল এখনো গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।

তিরি আরও জানান, বিএনএসবি চক্ষু হাসপাতালে আন্দেরী হীলফী, জার্মান, ভিষন ফর বাংলাদেশ লন্ডন, অরবিস ইন্টারন্যাশনাল সহযোগিতা করে আসছে।
 
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ১৭ মে, ২০২২
বিবিবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad