ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

গোয়ালঘরে মিললো ৭০০ লিটার তেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, মে ১৭, ২০২২
গোয়ালঘরে মিললো ৭০০ লিটার তেল

নাটোর: নাটোরের বড়াইগ্রামে সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীর গোয়ালঘর থেকে ৭০০ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ।

সোমবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমুহান গ্রামে ব্যবসায়ীর নিজ বাড়ির গোয়ালঘর থেকে এসব তেল জব্দ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভির বাংলানিউজকে জানান, উপজেলার জোনাইল বাজারে থানা পুলিশের সহায়তায় মেসার্স শাহানা ট্রেডার্সে অভিযান চালানো হয়। এসময় খবর পাই ওই দোকানের মালিক সিরাজুল ইসলামের বাড়িতে তেল মজুদ আছে।

পরে তার গ্রামের বাড়ি চৌমুহানে অভিযান চালালে গোয়ালঘরে মজুদ ৭০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। অবৈধভাবে ভোজ্যতেল মজুদের অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মে ১৭, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।