ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

র‌্যাব-পুলিশে ‘হাতাহাতি’, আহত ৪ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, মে ১৮, ২০২২
র‌্যাব-পুলিশে ‘হাতাহাতি’, আহত ৪  পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দুই পুলিশ সদস্য

ফেনী: গাড়ি তল্লাশি নিয়ে ফেনীর পরশুরামে পুলিশের সঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের ‘হাতাহাতি’ ঘটনা ঘটেছে। এতে পুলিশের চার সদস্যের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

মঙ্গলবার (১৭ মে) রাতে উপজেলা শহরের ডাকবাংলা মোড়ে এ ঘটনা ঘটে।  

পুলিশ ও র‌্যাব উভয়পক্ষই সাদা পোশাকে থাকায় একে অন্যকে চিনতে না পারায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহতবস্থায় পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলে জানা গেছে।  

ওই স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ইয়াছিন আলাউদ্দিন ডালিম আছে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ সময় তিনি আর কিছু বলতে রাজি হননি।  

আহতরা হলেন- পরশুরাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল ও মো. ইব্রাহিম, পুলিশ সদস্য নুর নবী ও মাহবুব।  

জানা গেছে, সুবার বাজার থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার ফেনীর দিকে যাচ্ছিল। পথে রাত ৮টার দিকে পরশুরাম ডাকবাংলা মোড়ে এলে সাদা পোশাকে পরশুরাম থানার টহলরত পুলিশের একটি দল গাড়িটিকে থামতে সংকেত দেয়। এ সময় পুলিশ সদস্যরা প্রাইভেটকারে থাকা যাত্রীদের পরিচয় জানতে চান। এতে প্রাইভেটকারে সাদা পোশাকে থাকা যাত্রীরা নিজেদের র‌্যাব সদস্য বলে পরিচয় দেন। এর পরও গাড়িটি তল্লাশির চেষ্টা করলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে দুইপক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে চার পুলিশ সদস্য আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, কোনো হাতাহাতির ঘটনা ঘটেনি। তবে কিছুটা ভুল বুঝাবুঝি হয়েছে। র‌্যাব সদস্যরা থানায় আছেন। উভয়ের সঙ্গে কথা বলে বিষয়টি মিমাংশার চেষ্টা করছি।  

এ ব্যাপারে ফেনী র‌্যাব কোম্পানি অধিনায়ক আব্দুল্লাহ আল জাবের ইমরান বাংলানিউজকে বলেন, আমি বিষয়টি এখনও জানি না।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, মে ১৮, ২০২২
এসএইচডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।